এই কাজটি করতে গেলে আপনার প্রথমেই পিসিতে জাভা থাকতে হবে। জাভা পাবেন এখানেঃ http://adf.ly/1tK5a
কার্যপ্রণালীঃ
- প্রথমে, এই লিঙ্কে গিয়ে পে-ওয়েব নামক সাইটে রেজিস্টার করুন। চিত্রের মতো (নিচের দিকে) Open a personal Account এ ক্লিক করুন।
- চিত্রের মতো একটি ফর্ম আসবে। ফর্মে সব কিছুই বিশেষ করে * দেয়া গুলো অবশ্যই পূরণ করতে হবে। শুধু মাত্র বিসনেস একাউন্টে টিক দিবেন না।
- এরপর এই সাইট থেকে আপনার দেয়া ই-মেইল এড্রেসে একটি মেইল যাবে। তা থেকে কনফার্ম করুন একাউন্ট।
- এবার একাউন্টে লগিন করলে একটা আইডি পাবেন চিত্রের মতো। আইডি টি কপি করে রাখুন। (লগিন অবস্থায় থাকুন, লগ আউট হবেন না)
- তারপর এইখানে যান। গেলে চিত্রের মতো একটি ব্যানার দেখতে পাবেন। ব্যানারে পে-ওয়েব আইডি দেয়ার একটি জায়গা পাবেন।
- তাতে আইডিটি দিন । এবার একটি পেজে আপনাকে নিয়ে যাবে।
- সেখানে দেয়া ক্যাপচা পূরণ করলেই আপনার বোনাস চলে আসবে আপনার একাউন্টে।
- প্রতিদিন এভাবে নিতে পারবেন – ২৪ ঘন্টায় একবার করে। তবে ভুলেও একাধিক একাউন্ট বানাবেন না, বানালে আপনার সব একাউন্ট ব্যান করে দিতে পারে পে-ওয়েব কর্তৃপক্ষ।
বিশেষ দ্রষ্টব্যঃ
দুপুর ১-২ টার মধ্যেই বোনাস সব শেষ হয়ে যায়। তাই জলদি করবেন ! এই টাকা আপনি বিশ্বের বিখ্যাত পেমেন্ট গেটওয়ে ‘লিবার্টি রিসার্ভ’ এ এক্সেঞ্জ করতে পারবেন যার সম্পর্কে আপনি পে-ওয়েবের সাইটে তথ্য পাবেন। তাহলে, শুরু করুন আর জলদি করুন (কখন আবার সূযোগ হারিয়ে যায় !!!)
আমি ‘অনলাইন-আর্নিং’ সংক্রান্ত চেইন টিউন করতে আগ্রহী। মতামত দিলে শুরু করব।
সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।