ইন্টারনেট ব্যবহার করে অথচ ইমেইল ব্যবহার করেনা এমন ইউজার একজনও খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমরা সাধারণত দুই ধরনের ইমেইল সিস্টেম ব্যবহার করি Webmail এবং POPmail। ওয়েব মেইলের ক্ষেত্রে ইমেইলগুলো ইমেইল সার্ভিস প্রোভাইডারের সার্ভারে থেকে যায়। যেমনঃ ইয়াহু, হটমেইল, জিমেইল ইত্যাদি। আর পপ মেইলের ক্ষেত্রে মেইলগুলো আপনার কম্পিউটারে চলে আসে। আমরা যারা পপ মেইল ইউজার আছি তারা কম্পিউটার ফরম্যাট করে নতুন উইন্ডোজ ইনস্টল করতে গিয়ে অথবা অন্য কোন কারনে আগের সমস্ত মেইল হারাইনি এমন ঘটনাও খুব একটা কম না। আজকে আমি বহুল ব্যবহৃত দুইটা ইমেইল ক্লাইয়েন্ট সফটওয়্যার থেকে কিভাবে ইমেইল ব্যাকআপ করবেন সেটাই বলব।
ইউডোরাঃ আউটলুক এক্সপ্রেসের পর সবচেয়ে জনপ্রিয় ইমেইল ক্লায়েন্ট সম্ভবত ইউডোরা। ইউডোরার প্রতিটি মেইলবক্সের জন্য দুটো করে ফাইল থাকে। ফাইলদুটো mbx এবং toc এক্সটেনশনের হয়। আর এড্রেসবুকের জন্য NNdbase.txt নামে একটা ফাইল থাকে। ইউডোরা বাই ডিফলট Attach আথবা Embedded নামে একটা ফোলডারে এটাচমেন্ট ফাইলগুলো সংরক্ষণ করে। ইউডোরা ব্যাকআপের জন্য উল্লেখিত ফাইল এবং ফোলডারগুলো কপি করে নিতে হয়। ইউডোরা বাইডিফলট Program FilesQualcom এ ইনস্টল হয়।