মোবাইলে বাংলা লেখার সহজ অনলাইন অ্যাপ্লিকেশান

তথ্য প্রযুক্তির বিকাশে সাথে সাথে সেসবে যুক্ত হতে থাকে মানুষের ভাষা, সংস্কৃতি ইত্যাদি। প্রথম আধুনিক কম্পিউটার এর উন্নয়ন আমেরিকায় হওয়ায় তাদের ভাষা ইংরেজিকে স্বাভাবিকভাবেই কম্পিউটার ব্যবহারের ভাষা হিসেবে প্রয়োগ করে।
এর পর এলো মোবাইল ফোন। তাতেও একই ব্যাপার ঘটলো। এখন বেশির ভাগ মোবাইল সেটেই একাধিক ভাষা থাকে। কিন্তু বাংলা ভাষা খুব কম সেটেই পাওয়া যায়। আর লেখার সুবিধা তো আরও কম।
তাই মোবাইল ফোনেই লেখার জন্য তৈরি করি প্রথম সার্ভার ভিত্তিক বাংলা লিখন ব্যবস্থা। এটার পুরো প্রক্রিয়া সার্ভারেই হয়ে থাকে। ফলে যে সব সেটে জাভাস্ক্রিপ্ট কাজ করে না, সেসব মোবাইলেও সহজেই বাংলা লেখা যায়। তবে লক্ষ্য করলাম, এই পদ্ধতিতে বানান ভুল বেশি হয়ে থাকে। চিন্তা করলাম অটো কারেকশন দেয়া যায় কিনা। এরপর থেকেই স্বয়ংক্রিয় সংশোধনী সহকারে বাংলা লেখার ব্যবস্থা করা সম্ভব হয়।
অনেকেই হয়ত বিরক্ত হয়ে যাচ্ছেন।
ঠিক আছে, সাইটের বিবরণে আসি। এই সাইটের ঠিকানা হচ্ছে go here and click ad skip
যেভাবে লিখতে হবে:
এখানে দুইভাবে বাংলা লিখতে পারবেন। ১. স্বয়ংক্রিয় সংশোধনী সহকারে ২. পুরাতন পদ্ধতিতে
স্বয়ংক্রিয় সংশোধনীতে আমরা যেভাবে ফনেটিকে বাংলা লিখি, ঠিক সেভাবেই লিখতে হবে। ফলে মোবাইল ফোনেই বাংলা লেখা অনেক সহজ হয়ে যায়।
পুরাতন পদ্ধতিতে কী ম্যাপ অনুযায়ী লেখতে হয়। বানান ভুল হলে ফনেটিক বানান পরিবর্তনের মাধ্যমে ঠিক করতে হবে। এই পদ্ধতির সাহায্যে অ্যাপ্লিকেশান এর শব্দভাণ্ডারে নিত্য নতুন শব্দ যোগ করা যায়।
আর যারা নতুন ব্যবহারকারী, তাদের জন্য স্বয়ংক্রিয় সংশোধনী প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে। এর মূল কারণ হচ্ছে ব্যবহারকারীকে কী ম্যাপ এর সাথে পরিচিত করানো। তবে Activate Auto Correction লিঙ্কে ঢুকে অথবা সেটিংস্‌ এ ঢুকে তা সহজেই চালু করতে পারবেন।
Screenshot of BanglaText
স্ক্রীনশটে অ্যাপ্লিকেশানটির মূল পৃষ্ঠা দেখানো হয়েছে। Enter Text এর নিচে যে বক্সটি আছে তাতে ফনেটিকে বাংলা লিখুন। যেমন: "amra bangladeshe bas kori."
এরপর Convert বোতামে ক্লিক করুন। ফলে নিচে আরেকটি নতুন বক্স আসবে এবং তাতে বাংলা লেখা থাকবে। উপরের উদাহরণ অনুযায়ী করলে পাবেন- "আমরা বাংলাদেশে বাস করি।"
অনেকের মোবাইলে বাংলা লেখা দেখা যায় না। তারা সাধারণত অপেরা মিনি দিয়ে বাংলা পড়েন। তাদের ক্ষেত্রে বক্সের ভেতর বর্গাকার কতগুলো বক্স আসবে। তাদের সুবিধার জন্য প্রিভিউ এর ব্যবস্থা রেখেছি।
এখন বাংলায় লেখাটি সঠিকভাবে আসলে বক্সের ভিতরের লেখাটি কপি করুন এবং ফেইসবুক, ইমেইল, ব্লগ ইত্যাদিতে পেস্ট করতে পারবেন।
স্বয়ংক্রিয় সংশোধনীতে যে সুবিধা পাবেন তার একটা উদাহরণ দেই। ধরুন, আপনি লিখতে চাচ্ছেন "বিজ্ঞান"। এর জন্য পুরাতন পদ্ধতিতে আপনাকে লেখতে হবে "bijYan"। কিন্তু স্বয়ংক্রিয় সংশোধনীতে আপনাকে লিখতে হবে "biggan"।
অনেক সহজ তাই না? তবে যারা স্বয়ংক্রিয় সংশোধনী ব্যবহার করতে আগ্রহী তাদেরকে অবশ্যই সাহায্য পৃষ্ঠাটি পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এই অ্যাপ্লিকেশানটিতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। ভুল চোখে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তীতে তা সংশোধন করা হবে।
আর দয়া করে কোন ভুল শব্দ শব্দভাণ্ডারে যুক্ত করবেন না। নচেৎ অন্য ব্যবহারকারীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হবেন।
তো শুরু করুন মোবাইল ফোনেই বাংলার ব্যবহার।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

Leave a Reply