ডিভিডি ক্লোনার ৯.০০।২০১২ এর ১ নম্বর ডিভিডি বার্নিং সফটওয়্যার

মিডিয়া জগতে  ডিভিডি বার্নিং এর জন্য বর্তমানে অনেক সফটওয়্যার আছে। তবে এখন  টপ টেনের ১ নম্বরে আছে DVD Cloner 9.00 । আমার একটা  বদঅভ্যাস আমি কোন সফটওয়্যার ডাউনলোডের আগে দেখি যে কোনটা ১ নম্বরে আছে,তারপর ডাউনলোড মারি। যাই হক আজকে আপনাদের সাথে এই DVD Cloner 9.00 সফটওয়্যারটা শেয়ার করলাম যার বাজারমুল্য $39.99 ডলার।
আগে দেখে নিন আসলেই এটি ১ নম্বরে আছে কিনা।
তো এখন তো আপনি নিশ্চিত যে এটি ১ নম্বরে আছে। তাহলে এইবার শুরু করি। সফটওয়্যারটির দাম  যতই হোক না কেন,আমি আপনাদের এই  সফটওয়্যারটি দিব একদম ফ্রিতে তাও আবার ফুল ভার্সন। প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড মারুন।
ডাউনলোড মারা শেষ হইলে এইবার নিচের টিউটোরিয়াল এর মত করে কাজ চালিয়ে যান।
জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন।


এখন dcloner.exe ফাইলটিতে রাইট ক্লিক করে ''Run as Administrator'' সিলেক্ট করুন।

DVD Cloner  সফটওয়্যারটি নিম্নের ন্যায়  ইন্সটল করুন।  (জানি দাদারা পারবেন তারপরও সব দিলাম, পরথম পুষ্ট বইল্যা কথা)








DVD Cloner ইন্সটল হয়ে গেছে। এখন এটাকে ফুল ভার্সন বানাবো। DVD Cloner ওপেন করলেই আপনি এমন কিছু দেখতে পাবেন। নিচের মত করে কাজ চালিয়ে যান।


এখন জিপ ফোল্ডারে থাকা ''Multi-Keygen.v1.00-CRD'' নামক ফোল্ডারটি 7zip দ্বারা এক্সট্রাক্ট করুন। 7zip না থাকলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন।

এখন kg.exe ফাইলটি ''Run as administrator'' অপশন সহ চালু করুন

এখন Keygen টি চালু হলে এমন কিছু দেখতে পাবেন

লিস্ট থেকে DVD Cloner v8.40+ সিলেক্ট করুন। খেয়াল রাখবেন অন্য কোন কিছু যাতে পরিবর্তন না হয় এবং সিরিয়াল বারটির নিচে যেন ''Machine Dependent'' লেখা থাকে।
এখন ''Save Keyfile'' বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ প্রায় শেষ। DVD Cloner 9.00 সফটওয়্যারটি ফুল ভার্সন হয়েছে কি না তা চেক করতে  ডেস্কটপ থেকে DVD Cloner 9 ওপেন করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।


কি দেখতে পেলেন? হ্যা যদি উপরের ছবির মত দেখতে পান তবে আপনারটি ফুল ভার্সন হয়ে গেছে।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

Leave a Reply