আজকাল বিভিন্ন কাজের চাপে বা ব্যাস্ততার দরূন আমরা পিসি অফ বা SHUTDOWN করতে ভুলে যাই। এর ফলে বিদ্যুৎ খরচ যেমন অহেতুক বেড়ে যায় আবার ল্যাপটপ এর ক্ষেত্রে ব্যাটারির স্থায়িত্বও কমতে থাকে। এরকমটা অনেকবার আমার সাথেও হয়েছে। হয়তো ল্যাপটপ ছেড়ে দিয়ে কোন ফাইল কপি করতে দিয়েছি বা ভাইরাস স্ক্যান করতে দিয়েছি। এ অবস্থায় যদি জরুরী কোন কাজে বাইরে যেতে হয় তখন শাটডাউন করা সম্ভব নয় অথবা কিছুক্ষন পরই চলে আসবো ভেবে গেলাম অথচ পরে ভুলে গেলাম...। এরকম আরো অনেক কিছুই হতে পারে। মোদ্দা কথা, বিভিন্ন সময় এমন পরিস্থিতি আসে যখন স্বয়ংক্রিয়ভাবে পিসি বন্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এজন্য নেটে/বাজারে বিভিন্ন Software এর পাশাপাশি OS built in software ও থাকে।
ভাবছেন, "এতো সবাই জানে, এ আর নতুন কি" তাই তো? ঠিক আছে তাহলে একটু খোলাসা করেই বলছি। এই Timer সেট করতে লাগবে না কোন software । অনেকে বিল্ট-ইন software টিও ব্যবহার এর নিয়ম বুঝে না, আর তাই তাদের জন্য সহজ পদ্ধতি! দেখুন পছন্দ হয় কি না?

** " -f " কমান্ড এর মাধ্যমে Forcefully Shutdown হবে ধরা হয়। এই অংশটি বাদ দিয়ে লিখলে shutdown হবার সময় কোন unsaved item থেকে থাকলে user এর অনুমতির অপেক্ষায় বসে থাকবে। Shutdown হবে না। আর Timer সেট করার মানেই হলো user এর অনুপস্থিতিতে shutdown ।
উপরোক্ত কমান্ড দেবার পর নিচের মতো করে একটি উইন্ডো আসবে___

**কবে এবং ঠিক কতটার সময় Shutdown হবে তা দেখা যাচ্ছে।
যদি Auto Shutdown হবার পূর্বেই আবার নতুন করে Timer set করতে চান অথবা cancel করতে চান তবে Run এ গিয়ে লিখুন, " Shutdown -a "

OK করার পর নিচের মতো করে notification আসবে ___

ব্যাস হয়ে গেলো !!!!!!!!!!
ভাবছেন, "এতো সবাই জানে, এ আর নতুন কি" তাই তো? ঠিক আছে তাহলে একটু খোলাসা করেই বলছি। এই Timer সেট করতে লাগবে না কোন software । অনেকে বিল্ট-ইন software টিও ব্যবহার এর নিয়ম বুঝে না, আর তাই তাদের জন্য সহজ পদ্ধতি! দেখুন পছন্দ হয় কি না?
ধারাবহিকতায় পদ্ধতিসমূহঃ
Windows এর Run এ গিয়ে লিখুন, " shutdown -s -f -t (TimeInSeconds) "
এখানে উল্লেখ্য যে,
**(TimeInSeconds) এর স্থলে কত ঘন্টা/মিনিট পর পিসি বন্ধ করতে চান তা সেকেন্ড এ রুপান্ত করে বসিয়ে দিতে হবে। উদাহরনস্বরুপ ১০ মিনিট এর জন্য 10 × 60 = 600 অথবা ১ ঘন্টার জন্য 60 × 60 = 3600** " -f " কমান্ড এর মাধ্যমে Forcefully Shutdown হবে ধরা হয়। এই অংশটি বাদ দিয়ে লিখলে shutdown হবার সময় কোন unsaved item থেকে থাকলে user এর অনুমতির অপেক্ষায় বসে থাকবে। Shutdown হবে না। আর Timer সেট করার মানেই হলো user এর অনুপস্থিতিতে shutdown ।
উপরোক্ত কমান্ড দেবার পর নিচের মতো করে একটি উইন্ডো আসবে___

**কবে এবং ঠিক কতটার সময় Shutdown হবে তা দেখা যাচ্ছে।
যদি Auto Shutdown হবার পূর্বেই আবার নতুন করে Timer set করতে চান অথবা cancel করতে চান তবে Run এ গিয়ে লিখুন, " Shutdown -a "

OK করার পর নিচের মতো করে notification আসবে ___

ব্যাস হয়ে গেলো !!!!!!!!!!