আসুন ডাটাবেস সফটওয়্যার বানাই এবং সফটওয়্যার ডেভেলপার হই

সকলেই জানি ডাটাবেস প্রোগ্রামিং বা ডাটাবেস সফটওয়্যার করতে সবার এ কম বেশী ভয় থাকে।কিন্তু উপযুক্ত ট্রেইনিং পেলে আমরা বাংলাদেশী রা সব কিছুই করে দেখাতে পারবো ।
ডাটাবেস সফটওয়্যার বানানোর নিয়মাবলীঃ
আমি এটি দেখাবো ভিজুয়াল বেসিক + একসেস ডাটাবেস দিয়ে। আপনার যদি ভিজুয়াল বেসিক সম্পর্কে কোন ধারনা না থাকে তবে আমার এই Post টি দেখতে পারেন
নিজে নিজেই ভিজুয়াল বেসিক শিখি এবং সফটওয়্যার বানাই !!!
প্রথমেই আপনার কম্পিউটার এ ভিজুয়াল বেসিক ইন্সটল করে নিন। এরপর ভিজুয়াল বেসিক ফর্ম ওপেন করে নিচের চিত্রের মত ৫টি textbox, ৪ টি label, ১ টি ডাটা কন্ট্রোল, ২ টি command button নিতে হবে।
databes
এরপর label ও button এ নাম করন করতে হবে। এরপর একটি ডাটাবেস বানাতে হবে।এখন দেখাবো ডাটাবেস বানানোর নিয়ম।
প্রথমে Microsoft Access ওপেন করুন।এরপর একটি blank database ওপেন করুন।
এরপর blank database কে সেভ করুন
Global IT company
এরপর সেভ করা ডাটাবেস কে ওপেন করুন। নিচের মত আসবে।
null
এখন create table by entering data তে ক্লিক করতে হবে ।এরপর নিচের মত টেবিল ফিল্ড ওপেন হবে।
null
এখন টেবিল ফিল্ড এ নিজের মত করে ডাটা দিব।
এরপর এটি কে convert করবো নিচের মত করে ।
null
আমরা এখন ডাটাবেস কানেকশন করবো ফর্ম এর সাথে।
প্রথমে ফর্ম ওপেন করবো। এরপর আমরা যে ডাটা কন্ট্রোল নিয়েছিলাম সেটির সাথে আমাদের ডাটাবেস কে লিঙ্ক করতে হবে। এর জন্য ডাটা কন্ট্রোল কে select করে ডান পাশ থেকে properties থেকে data select করে দিতে হবে।
null
এরপর properties থেকে recordsource: SIMANTO_SEARCH দেখিয়ে দিতে হবে। এটা মুলতঃ ডাটাবেস এর টেবিল নেম।
এখন Text1 কে সিলেক্ট করে properties থেকে Datasource: Data1
Data Field: ID NO
Text2 কে সিলেক্ট করে properties থেকে Datasource: Data1
Data Field: NAME
Text3 কে সিলেক্ট করে properties থেকে Datasource: Data1
Data Field: POSITION
Text4 কে সিলেক্ট করে properties থেকে Datasource: Data1
Data Field: SALARY সিলেক্ট করে দিতে হবে ।
এবার ফর্মে file --> make project1.exe তে ক্লিক করতে হবে। ব্যাস হয়ে গেল আপনার একটি ডাটাবেস সফটওয়্যার।
যদি সফটওয়্যার টি বানাতে সমস্যা হয় তবে এখান থেকে DATABASE SOFTWARE ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড লিঙ্ক

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

Leave a Reply