আমাদের ওয়ার্ডপ্রেসে তৈরি সাইটগুলোতে কন্ট্রিবিউটারকে সাধারনত ছবি আপলোড করার সুযোগ থাকে না। শুধু মাত্র পোষ্ট করার সুযোগ থাকে। আজ আমি তোমাদের কন্ট্রিবিউটারকে কিভাবে ছবি আপলোডের অনুমতি দিতে হয় সেই কোডটি জানাবো। খুব সোজা কাজ।
তোমার থিমের functions.php ফাইলটি ওপেন কর। (কেউ যদি না বুঝ তাহলে এই ফাইলটির একটা ব্যাকআপ নিয়ে রাখবে)।
নিচের কোডটি এই ফাইলের একদম নিচে পেষ্ট করে সেইভ কর । হয়ে গেল অনুমতি দেওয়া।
তোমার থিমের functions.php ফাইলটি ওপেন কর। (কেউ যদি না বুঝ তাহলে এই ফাইলটির একটা ব্যাকআপ নিয়ে রাখবে)।
নিচের কোডটি এই ফাইলের একদম নিচে পেষ্ট করে সেইভ কর । হয়ে গেল অনুমতি দেওয়া।
if ( current_user_can('contributor') && !current_user_can('upload_files') )
add_action('admin_init', 'allow_contributor_uploads');
function allow_contributor_uploads() {
$contributor = get_role('contributor');
$contributor->add_cap('upload_files');
}
Download the codeপ্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।