ছোট ছোট কাজ করে আয় করুন

যারা microworkers এ কাজ করেন তাদের জন্য কাজটি খুবই সহজ। কাজ ও অনেকটা microworkers এর মত। আজকাল microworkers এ তেমন একটা কাজ দেয় না, তাই শুধু microworkers এ কাজ করে নেট বিল উঠানো বেশ কঠিন হয়ে গেছে। আপনার চাইলে মিনিজবস এ কাজ করে মোটামুটি ইনকাম করতে পারেন। এখানে 10 সেন্ট থেকে  2 ডলারের ও কাজ দেয়।এক একটি কাজ করতে ৫ থেকে 2০ মিনিট সময় লাগে। কাজগুলো ও খুব ছোট। আপনার আয় যখন 5 ডলা হবে তখন মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। উত্তোন পদ্ধতি  microworkers এর মতই।
এখানে ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন ।
সাইনআপ করে ইমেইল ভেরীফাই করুন।
পরে লগইন করে Available Jobs লিংকে ক্লিক করলে সকল কাজগুলো দেখা যাবে।
Available Jobs থেকে আপনা পছন্দ মত কাজগুলো করুন।

Available Jobs এ সকল কাজ দেখতে পাবেন। সেখান থেকে আপনা পছন্দ মত কাজগুলো করুন।
Finished Tasks আপনি যে কাজগুলো করেছেন তা দেখতে পাবেন।
My Campaigns ইচ্ছে করলে এখানে আপনি ও কাজ দিতে পারেন।
My Account আপনা সকল তথ্য যেমন: Email & Password, Contact Details ইতাদি পাবেন।
Deposit কোন কাজ দিতে চাইলে আপনা একাউন্ট এ ডলার মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে থেকে জমা করতে পারবে॥
Withdraw এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
কিভাবে কাজ করবেন:
Available Jobs এ ক্লিক করুন।
যে  কাজগুলো দেখতে পাবেন তাতে ক্লিক করুন। নিচের মত দেখতে পাবেন।

What was expected? এর নিছে দেখুন। কি করতে হবে তা এখানে বলা আছে
Required proof that task was finished আপনাকে কি জমা দিতে হবে তা এখানে বলা থাকবে।
I accept this job (a form will open below) click করলে নিচের মত box আসবে তাতে prof জমা দিয়ে box এর নিচের  I confirm that I have completed this job করুন।

আপনার সাকসেস রেটিং ৭৫% এর কম হলে কোনো অবস্থাতেই পেমেন্ট রিকোয়েস্ট দেবেন না ।

Comments: 2

  1. ami akta account khulechi minijobz e, kintu sobsomoy'e ora "0 jobs available" dekhay! keno bolte paren bhaiya, ar e theke porittraner upay ki ektu janaben onuggroho kore.

    dhonnobad.

    dipu

    উত্তরমুছুন
  2. @jadoo bogra >>>> ।এখন মিনিজবস কাজ দেয় না। আপনি অন্য সাইটগুলোতে চেস্টা করুন। যেমন মাইক্রোওয়ার্কাস এই পোস্টটি দেখতে পারেন http://mdabusufian.blogspot.com/2012/06/ptc.html#.T_nTCVI2G9s

    উত্তরমুছুন